Thursday , May 9 2024
Breaking News
Home / International / সুখবর: এবার থেকে পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরব

সুখবর: এবার থেকে পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরব

অন্য দেশে যেতে হলে প্রথমেই যেটা লাগে সেটা হল পাসপোর্ট। কিন্তু এখন পাসপোর্ট ছাড়া সৌদি যাওয়ার ব্যবস্থা করেছে দেশটির প্রশাসন। তারা ইতিমধ্যে পাসপোর্ট-বিহীন ভ্রমণের জন্য একটি ডিজিটাল নথি ব্যবস্থা তৈরি করেছে।

দেশটির গণমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস সম্প্রতি এমন তথ্য জানিয়েছে।

সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডিরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার 2024 সম্মেলনে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে সৌদি আরবের দর্শনার্থীদের সামনে ডিজিটাল ডকুমেন্ট সিস্টেমটি প্রদর্শিত হয়।

পরিষেবাটির লক্ষ্য একটি একক নম্বর প্রদানের মাধ্যমে সৌদি আরবে দর্শনার্থীদের আগমন প্রক্রিয়া সহজ করা। এই নম্বরের মাধ্যমে দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। সেখান থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা একক নম্বর পাবেন।

এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে সৌদি আরবে ভ্রমণকারী কোথায় আছেন তাও জানা যাবে। ফলে প্রয়োজন হবে না কোনো কাগুজে পাসপোর্ট।

About Nasimul Islam

Check Also

এ বছরের সবচেয়ে বড় দুর্ঘটনা: নৌকাডুবিতে ‘‘নিহত অথবা নিখোঁজ’’ ৭০

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকা ডুবির এক ঘটনায় ৭০ জনেরও বেশি রোহিঙ্গা ‌‌‘‘নিহত অথবা নিখোঁজ’’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *