Thursday , May 30 2024
Breaking News
Home / Entertainment / শেষ পর্যন্ত সিক্রেট ফাঁস করলেন মালাইকা

শেষ পর্যন্ত সিক্রেট ফাঁস করলেন মালাইকা

বলিউডের আইটেম গানের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রীর নাম মালাইকা আরোরা। দীর্ঘদিন ধরেই তিনি বলিুডে কাজ করে আসছেন।তবে আইটেম গানে নাচের জন্যই বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তবে আরেকটি কারণে তিনি প্রশংসা পান তা হলো— স্বাস্থ্য সচেতনতা।

বয়স ৪৭। তবে এখনো রূপ ও সৌন্দর্যে কোনো অংশেই কম নন মালাইকা। অনেকের কাছে তিনি ফিটনেস আইডল। এক সাক্ষাৎকারে এর পেছনে সিক্রেট কী তা ফাঁস করেছেন ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী।

মালাইকা বলেন, ‘আমি খাওয়ার ব্যাপারে নিয়মিতভাবে সংযম করি। আমি সকালে কিছু খাই না, কারণ রাতের খাবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শেষ করি। সুতরাং, ১৬ থেক ১৮ ঘণ্টা খাওয়া থেকে বিরত থাকি। প্রচুর তরল খাবারের মাধ্যমে দিন শুরু করি। এগুলো গরম পানি, ঘি, নারকেল তেল– অনেক কিছুই হতে পারে। শুধু পানি, জিরা পানি, লেবু পানিও হতে পারে। এগুলো সবগুলোই আমি পান করি। এরপর বাদাম দিয়ে আমার খাবারের পর্ব শুরু করি। আমার কাছে কয়েক রকম বাদামের মিশ্রণ রয়েছে।’

দুপুর ও রাতের খাবার প্রসঙ্গে তিনি বলেন, ‘দুপুরের খাবারে আমি পরিমিত খাবার খাই। অনেক কার্বোহাইড্রেড ও ফ্যাট জাতীয় খাবার থাকে। সন্ধ্যায় স্বাস্থ্যকর খাবার দিয়ে নাস্তা করি। সাতটার মধ্যে ডিনার করে ফেলি। এই সময় সবজি, মাংস, ডিম ও ডাল থাকে। সাতটার পর আমি আর কিছু খাই না।’

আরবাজ খানের সাথে বিবাহ বিচ্ছেদ হবার পর থেকেই তিনি প্রেমে মজেছেন আরেক অভিনেতা অর্জুন কাপুরের সাথে। প্রায়সই তাদের দেখা যায় বেশ অন্তরঙ্গ অবস্থায়। জানা গেছে তারা বিয়ের পর্বও সেরে ফেলবেন খুব শিঘ্রি।

About Ibrahim Hassan

Check Also

হঠাৎ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, শোবিজ অঙ্গনে শোকের ছায়া

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার (২২ মার্চ) কলকাতার বাঙ্গুর হাসপাতালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *