আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার যাচাইকৃত ফেসবুক পেজের একটি পোস্ট সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে। এই নিউজ লেখা পর্যন্ত তার পোস্টে রিঅ্যাকশন পড়েছে ১.৩১ লাখ এবং মন্তব্য পড়েছে ১০ হাজারের বেশি।
অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সেই পোস্ট হুবহু নিচে তুলে ধরা হলো:
দেশের সবাই উৎকন্ঠায় আছেন। আমি বুঝতে পারি। সম্ভবত কেউউ গতরাতে ঘুমান নাই। দেশ এক ক্রান্তিকাল অতক্রিম করছে।
এইখানে নানা শক্তি সক্রিয়। মুল শক্তি ভারত, আওয়ামী লীগের লিডারশীপ, আওয়ামী লীগের বেনেফিসিয়ারি গ্রুপ, গনহত্যার সহযোগী, গুম খুনের কারিগর। এদের সবার লক্ষ্য এক বিচার এবং শাস্তি এড়ানো। এরা সবাই পাওয়ারফুল।
বিচার হলে শুধু পুলিশ না, আর্মির একটা বড় অংশের বিচারের মুখোমুখি হতে হবে। কোন মাফ নাই। হাসিনার বিচার মানেই আর্মি জেনারেলদের বিচার। বিজিবি, র্যাব, আনসারের কর্মকাণ্ড ও আর্মির হেলিকপ্টার থেকে গুলি চালানো সব কয়টা অফিসার আর্মির। তাই ওয়াকার বেপরোয়া ওদের বাচানোর জন্য।
এই লড়াইয়ে কে জিতবে? সহজ উত্তর- জনতা যাদের সাথে, তারাই জিতবে। জনতা যদি সমান ভাবে দুই ভাগে ভাগ হয়ে যায় এই প্রশ্নে তাহলে কে জিতবে? যে ন্যায় আর ইনসাফের পক্ষে, সেই জিতবে।
দেশবাসীর ভয় নেই। আমরা পরাজিত হবার জন্য জন্মাই নাই। আমরা তো জালেম না, বরং মজলুমের পক্ষে। খোদাতায়ালা আমাদেরকেই বিজয়ী হওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ।
শহীদের রক্তের শপথ, আমরা গনহত্যার বিচার করবো, আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের যে কোন প্রচেষ্টা রুখে দেবো যদি আপনারা আমাদের সাথে থাকেন।
দেশের পরিস্থিতি মুহুর্তে মুহুর্তে পাল্টাচ্ছে। কিন্তু আমরা ইনসাফ আর ন্যায়ের প্রশ্নে অবিচল। সৃষ্টিকর্তার উপরে অটল বিশ্বাস রাখুন। তিনি মজলুমদের হারতে দেন না। ইনকিলাব জিন্দাবাদ।