আমার শুধু অনন্ত’র জন্য কষ্ট হচ্ছিল: তসলিমা নাসরিন

লেখিকা তসলিমা নাসরিনকে ব্যক্তিগত বিষয়সহ নানা নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যায়। যদিও বিশেষ করে ধর্ম বিষয়ে নানা বিতর্কে জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তবে এবার এসিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলেকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পাঠকদের জন্য স্ট্যাটসটি হুবহু নিচে দেওয়া হলো।

আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠানে হরেক রকম লোক এসেছিল তাদের হরেক রকম ঝলমলে পোশাক আর হরেক রকম হীরে পান্না মণি মুক্তো দেখাতে। তাদের কথা বলছি না। সমস্ত আনন্দ আর উৎসবের মধ্যে আমার শুধু অনন্ত’র জন্য কষ্ট হচ্ছিল। না, সে কিভাবে সে*ক্স করবে, সে কথা ভেবে নয়। কষ্ট হচ্ছিল, এত বাজনা এত গান তার চারদিকে, অল্প বয়স, তার তো নাচতে ইচ্ছে করবেই, কিন্তু সে ভাল নাচতে পারছিল না, সে কারণে হাতদুটো ঝাঁকাচ্ছিল। এই নাচের ভিডিও দেখে কেউ কেউ হাসছিল। আমি হাসিনি। আমি অনন্তর জায়গায় হলে হয়তো হাত গুটিয়ে বসে থাকতাম। নাচার চেষ্টা করতাম না। অনন্তর জায়গায় হলে জাস্টিন বিবারকে বলতাম, বাপু এই পোশাক চলবে না, তোমার বক্সার আমরা অনেক দেখেছি, এইবার ডিসেন্ট পোশাক পরে, কিছু যদি না পরতে চাও ওকে, টাট্টু দেখাও, কিন্তু গানটা গাও, হেঁড়ে গলার অডিয়েন্সকে দিয়ে পুরোটা না গাইয়ে নিজে গাও।

Scroll to Top