Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / এক মুরগি সামনে পেছনে আর কতবার: চঞ্চল চৌধুরী

এক মুরগি সামনে পেছনে আর কতবার: চঞ্চল চৌধুরী

বাংলাদেশের শোবিজ আঙ্গনের সেরা এবং জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন চঞ্চল চৌধুরী। তার অভিনীত নাটক এবং সিনেমা গুলো দর্শক মাঝে ব্যপক সাড়া ফেলেছে। বর্তমান সময়ে তিনি অনলাইন মাধ্যম ওটিটিতে ওয়েব ফিল্মেও কাজ করছেন। সম্প্রতি তিনি তার কাজ প্রসঙ্গে বেশ কিছু কথা জানালেন।

বেশ কিছুদিন ধরে ওটিটিতে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের জন্য সময় দিচ্ছেন চঞ্চল চৌধুরী। টিভি নাটক করছেন অল্প কিছু। মাঝে সালাহউদ্দীন লাভলুর একটি ধারাবাহিকে কাজ করলেও গত ঈদের পর থেকে এক ঘণ্টার কোনো নাটকে কাজ করেননি এই অভিনেতা। দীর্ঘদিন পর ‘কুহক কাল’ নামে এক ঘণ্টার একটি নাটকে কাজ করছেন তিনি। টিভি নাটকে নিয়মিত কাজ না করার কারণ কী? জানালেন, নাটকগুলোর গল্প সস্তা, বাজেট কম। এ কারণেই নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তিনি। চঞ্চল বলেন, ‘কেউ যদি ভালো গল্প, ভালো বাজেট, ভালো মানের একটু ভিন্ন ধরনের কাজ করার প্রস্তাব দেন, কাজ করি। এটি সে রকম একটা কাজ।’

টিভি নাটকের পরিস্থিতি এমন যে কখনো কখনো এক ঘণ্টার নাটকের শুটিং এক দিনেই শেষ হয়। তবে ‘কুহক কাল’-এর পরিকল্পনা ব্যতিক্রম। তিনি বলেন, ‘নাটকটির গল্প পড়ে দেখলাম, কাজটি দুই দিনে শেষ করা যেত। কিন্তু পরিচালক তিন দিন সময় নিয়েছেন। বুঝলাম, পরিচালকের ভালো কাজের ইচ্ছা আছে। তা ছাড়া আমরা যারা ভালো কাজ করতে চাই, তারাও একটু সময় নিয়ে বুঝে-শুনে, রিল্যাক্স করে কাজ করি। এই নাটকে সেই সুযোগটা ছিল।’ তিনি আরও বলেন, ‘কেউ কেউ হয়তো শুধুই অর্থ উপার্জনের জন্য যা-তা নাটকে কাজ করছেন। একই ধাঁচের গল্প, লোকেশনে কাজ হচ্ছে। কোনো কোনো নাটকে গল্পের ধারাবাহিকতাও থাকে না। জবাই হবে! তাই আমাদের মতো অনেক শিল্পীই এখন শুধু টাকা উপার্জন নয়, চেষ্টা করছেন কাজও যেন ভালো মানের হয়। তা না হলে এই ইন্ডাস্ট্রি বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে পারবে না।’

‘কুহক কাল’ নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীত অভিনয় করছেন ফারিয়া শাহরিন। সর্বশেষ ঈদুল ফিতরে প্রচারিত ‘ডার্ক রোস্টেড কফি’ নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। ফারিয়া বলেন, ‘চঞ্চল ভাই আমার প্রিয় একজন অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতে পারি।’ পরিচালক জানান, গত বুধবার থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং, শেষ হয়েছে শুক্রবার। ‘কুহক কাল’ নাটকের চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান। এতে আরও অভিনয় করছেন শাহেদ আলী, নিশাত প্রিয়াম প্রমুখ।

১৯৯৬ সালে অভিনয় জীবনে যাত্রা শুরু করেন এই জনপ্রিয় অভিনেতা। তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটক এবং সিনেমায়। তিনি বিজ্ঞাপনেও কাজ করেছেন। দেশ জুড়ে এই অভিনতার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। বর্তমান সময়ে তিনি নতুন একটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *