Wednesday , December 11 2024
Breaking News
Home / Entertainment / এবার রাজের জন্মদিনে কেক কাটলেন পরীমণি, দিলেন স্ট্যাটাস

এবার রাজের জন্মদিনে কেক কাটলেন পরীমণি, দিলেন স্ট্যাটাস

বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন পরীমণি। যার প্রকৃত নাম ‘শামসুন্নাহার স্মৃতি’। গত ২৪ অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। প্রতিবারের মতো এবারেও বেশ ঘটা করে পরিবার্-পরিজনদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করতে দেখা যায় তাকে। তবে এর রেশ কাটতে না কাটতে আবারও হাসি-খুশি মনে কেক কাটতে দেখা গেল পরীমনিকে। তবে এবার এক সহশিল্পীর জন্য।

তার নাম শরিফুল রাজ। তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা তিনি। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘ন ডরাই’ সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন। আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজের জন্মদিন।

বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন পরীমণি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।

এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।

আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।

উল্লেখ্য, এর আগে মাদক আইনে করা মামলায় গত ৪ আগস্ট রাজধাণীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। এবং একই সঙ্গে তল্লাশি চালিয়ে তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ মামলায় দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *