Wednesday , December 11 2024
Breaking News
Home / Entertainment / সিস্টেমটাই এই রকম, অনেকেই হারিয়ে যাবে: হাসান মাসুদ

সিস্টেমটাই এই রকম, অনেকেই হারিয়ে যাবে: হাসান মাসুদ

শোবিজ অঙ্গনের চেনা মুখ হাসান মাসুদ। তিনি বেশ কিছু নাটক সিনেমায় কাজ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিনোদন অঙ্গনের সাথে জড়িত। তবে মাঝে বেশ কিছু সময় ধরে বিরতিতে ছিলনে। সম্প্রতি আবারও তিনি সরব হয়েছেন বিনোদন মাধ্যমে। এবং বিনোদন অঙ্গন প্রসঙ্গে জানালেন বেশ কিছু কথা।

দীর্ঘ প্রায় চার বছর বিরতির পর কাজে ফিরেছেন হাসান মাসুদ। কিন্তু কাজের পরিবেশ দেখে হতাশ এই অভিনেতা। কোথায় যেন পেশাদারত্বের অভাব, কাজে খুবই তাড়াহুড়ার ছাপ থাকে, অনেক সময় শুটিংয়ে বসে থাকতে হয়, এক দিনেই অনেক দৃশ্যের শুটিং করতে হয়। হাসান মাসুদ বলেন, ‘বেশির ভাগ প্রস্তাব নিয়ে আসে এক দিনে এক ঘণ্টার নাটকের। এটাকে ব্যাখ্যা করা যায়, গরু সাইজেও ছোট হবে, ঘাসও কম খাবে, দুধও বেশি দেবে, এমন একটা ব্যাপার হয়ে গেছে। এখন নাটকে অনেক কথা বলতে হয়। কাজ করছি, কিন্তু তৃপ্তির জায়গাটা কিছু কাজে নেই। এটা যে শুধু পরিচালক বা অভিনয়শিল্পীর দোষ, তা নয়। পুরো সিস্টেমটাই এই রকম হয়ে গেছে। তবে এর মধ্যেও ভালো কাজ হচ্ছে। এভাবে চললে টেকসই আর্টিস্ট তৈরি হবে না। অনেকেই হারিয়ে যাবে।’

অভিষেক সিনেমা ‘ব্যাচেলর’ দিয়েই দর্শকের নজর কাড়েন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ছবিটিতে অন্য রকম একটি চরিত্রে তাঁকে পাওয়া যায়। পরে টেলিভিশন ধারাবাহিক ‘৬৯’-এ কাজ শুরু করেন। বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। টানা কাজ করে হঠাৎ ২০১৬ সালে সিদ্ধান্ত নেন, নাটকে আর ফিরবেন না। ভালোবাসার টানে গত বছরের শেষ দিকে আবার অভিনয়ে ফিরেছেন তিনি। আগেই ঠিক করছিলেন, ঢালাও কাজ করবেন না, প্রথমেই তাই ১০টি নাটকের প্রস্তাব ফিরিয়ে দেন। সম্প্রতি একটি নাটকে তাঁর সহশিল্পী ছিলেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। নাটকের পরিচালক মেহেদি হাসান হৃদয়। নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? তিনি বলেন, ‘ফারিণ ঠিক আছে। কিন্তু অনেকের কাজের ডিসিপ্লিন ঠিক নেই। কাজে ফেরার পর থেকে দেখছি, অনেক সময় সহ-অভিনেতাদের জন্য বসে থাকতে হয়। সবাই আরেকটু প্রফেশনাল হলে ভালো হতো। না হলে তরুণেরা দ্রুত হারিয়ে যাবে।’ বর্তমানে ‘হিট’ ও ‘বৌ বিরোধ’ নামে দুটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন হাসান মাসুদ। পাশাপাশি কলকাতার একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘ক্যানভাস’ অবলম্বনে ছবিটি পরিচালনা করবেন দেবরাজ দে। ভিসা জটিলতায় সিনেমাটির কাজ আটকে ছিল। হাসান বলেন, ‘অলরেডি সিনেমাটির জন্য অ্যাডভান্স নিয়ে রেখেছি। এখন যোগাযোগ শুরু হচ্ছে। শিগগির সিনেমাটির শুটিং করতে কলকাতায় যেতে হবে। প্রায় ১০ বছর পর কোনো সিনেমায় অভিনয় করব।’

এই জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন অঙ্গনের যাত্রা শুরু করেন তিনি। তার অভিনীত নাটক-সিনেমা দর্শক মাঝে বেশ প্রসংশিত হয়েছে। বর্তমান সময়ে তার রয়েছে অসংখ্য ভক্ত অনুরাগী।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *