Sunday , December 15 2024
Breaking News
Home / Countrywide / সাংবাদিক ইলিয়াসের উপর চটলেন রনি, চাইলেন বিচার

সাংবাদিক ইলিয়াসের উপর চটলেন রনি, চাইলেন বিচার

সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনিকে নিয়ে ইউটিউব-ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। গতকাল শুক্রবার ‘৫ আগস্ট যারা ক্যান্টনম্যান্টে গিয়েছিলো সবাইকে দেখে নেবে রনি’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়।

সেই ভিডিওতে প্রতিক্রিয়া জানালেন রাজনীতিতে আলোচিত গোলাম মাওলা রনি। শনিবার ইলিয়াস হোসেনের উদ্দেশে তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানান। তার স্ট্যাটাসটি নিচে উবহু তুলে ধরা হলো্র হলো:

আমার দাদির ভাই ধলা মিয়া পীরসাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা। অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তূর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন।

সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরী করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোন পরিচয় নেই । কোন কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন স্বার্থ-নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি!

আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনো দিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেইনি। কারো বিরুদ্ধে নালিশ করিনি। তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ‘ইয়া রব, আমার মালিক-তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই-তোমার অন্যান্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন।’

About Nasimul Islam

Check Also

গভীর রাতে র‍্যাব পরিচয়ে ফেরদৌসকে তুলে নিয়ে যায় কিছু যুবক, এরপর যা হলো

বগুড়ায় র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া কলেজ শিক্ষার্থী ফেরদৌস সরকারকে নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *