Saturday , December 14 2024
Breaking News
Home / Countrywide / এবার মির্জা ফখরুলের এক হাত নিলেন ফয়জুল করিম, সমালোচনা তুঙ্গে

এবার মির্জা ফখরুলের এক হাত নিলেন ফয়জুল করিম, সমালোচনা তুঙ্গে

বাংলাদেশে কোনো মৌলবাদীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের জনগণের শক্তির ওপর আমাদের আস্থা আছে’- সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীবৃ সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি বলেন,‘ফখরুল সাহেব, আপনি মৌলবাদী বলতে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী? না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী। ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনো দিন রাজনীতি করতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ।’

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ কুরআন ও সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ এদেশের মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ, এখানে কোনো বৈষম্য থাকবে না। আমি এখানে কোনো বৈষম্য দেখতে চাই না। এখানে সবার অধিকার থাকবে। সম্মিলিতভাবে এ দেশ গড়তে হবে।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আজকে আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না। হক্কানী ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে, বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল। একইসঙ্গে আন্দোলন, সংগ্রাম করেছেন। কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই, স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলব, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরী পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন। হক্কানী ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হবো, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র।’

About Nasimul Islam

Check Also

মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি, উত্তেজনা পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংখ‍্যালঘু সেলের মালদা জেলা সভাপতি টিঙ্কু রহমান বুধবার (১১ ডিসেম্বর) এক বিতর্কিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *