Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনের ৫ আলোচিত বিতর্ক

বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনের ৫ আলোচিত বিতর্ক

বলিউড কিং খান শাহরুখ খান। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে সফলতার শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছেন। এবং বর্তমান সময়ে তার পরিচিতি গোটা বিশ্ব জুড়ে। তবে শুধু সফলতাই নয় তার জীবনে রয়েছে বেশ কয়েকটি আলোচিত বির্তকিত বিষয়। সম্প্রতি সেই আলোচিত বির্তকিত কর্মকান্ড গুলো প্রকাশ্যে উঠে এসেছে।

বলিউড বাদশা তিনি। সেই ৯০ দশক থেকে নিজের অভিনয় দক্ষতার জোরে জায়গা করে নিয়েছেন অনুরাগী মহলে। সেই শাহরুখ খানের জীবনেও বার বার এসেছে বিতর্ক। সম্প্রতি তার ছেলে আরিয়ান খান মা/দ/ক/কা/ণ্ডে অভিযুক্ত। রয়েছেন জে/ল/হা/জ/তে। শাহরুখ খানের নিজের জীবনেও আলোচনা কিন্তু কম নয়। দেখে নিন শাহরুখের জীবনের কিছু আলোচিত বিতর্ক-

প্রিয়াঙ্কা চোপড়াকে নাকি বিয়ে করেছেন শাহরুখ খান। দুবাইতে গিয়ে বিয়ে সেরেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি। যা নিয়ে এখনও বন্ধ হয়নি বিতর্ক। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই গুঞ্জনের পর নাকি স্ত্রী গৌরি খানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে শাহরুখ খানের। গৌরি খানের সঙ্গেও নাকি প্রিয়াঙ্কার সম্পর্ক ভাল নয়। শাহরুখ, গৌরির ভাল বন্ধু হওয়ায় করণ জহরকেও নাকি এড়িয়ে যান প্রিয়াঙ্কা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের সেই ঝামেলা বেশ কয়দিন ধরে রেখেছিল শিরোনাম। কেকেআরের ম্যাচ ছিল সিএসকে এর সঙ্গে। কেকেআর সেই ম্যাচে জেতে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়ান শাহরুখ। যদিও পরে এসআরকে বলেছিলেন, নিরাপত্তারক্ষীরা তার মেয়ে সুহানা খানকে মাঠে ঢুকতে না দেওয়ায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

রাজস্থানের মানসিং স্টেডিয়ামে ২০১২ সালে এক আইপিএল ম্যাচ চলাকালীন প্রকাশ্যেই ধূম/পা/ন করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ২০০০ সাল থেকেই রাজস্থানে প্রকাশ্যে ধূম/পা/ন করা নিষিদ্ধ। নিয়মভঙ্গ করায় তার বিরুদ্ধে মা/ম/লা দায়ের করা হয়। মোটা অঙ্কের জরিমানা দিয়ে রক্ষা পান তিনি।

শাহরুখ খান তার জুহুর বাংলো কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে যান। ‘মান্নাত’ এর বাইরে বছর কয়েক আগে প্রতিবাদ জানান কিছু মানুষ। তাদের অভিযোগ ছিল জমি সং/ক্রা/ন্ত আইন লঙ্ঘন করেছেন এসআরকে। যদিও পরবর্তীতে তা মিটে যায়।

আব্রামের জন্মের সময় শাহরুখ খান নাকি লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া করিয়েছিলেন। যা নিয়ে সেই সময় জোর বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেয় ভারত সরকার। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ক্যাটরিনা কাইফের জন্মদিনে হাজির হওয়া নিয়ে সালমান খান এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

গত ২ই অক্টোবার মুম্বাইয়ে মা/দ/ক কান্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। তার গ্রেফতারের পর থেকেই বেশ আলোচনা-সমালোচনার সম্মুখীন হয়েছেন শাহরুখ খান। এমনকি একটি পক্ষ পু্ত্রের এমন কর্মকান্ডেকে ঘিরে তাকেই দোষারোপ করছে। তবে অসংখ্য ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্খী তার পক্ষে রয়েছেন।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *