দেশের অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের মতই চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সম্প্রতি গ্রেপ্তার হন বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবির নীরব ওরফে আরজে নীরব। ১ দিনের রিমাণ্ড শেষে আদালতের নির্দেশে এই মুহুর্তে কারাগারে রয়েছেন তিনি।
তবে এদিকে আরজে নীরবের মুক্তির দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মানববন্ধন করেছেন তার সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা। তাদের দাবি- প্রতিষ্ঠানের অন্যায়ের দায় মালিকপক্ষের, বেতনভূক্ত কর্মচারীর নয়। সেখানে নীরবের নিঃশর্ত মুক্তি চান তার স্ত্রী অভিনেত্রী লাবণ্য লিজা।
আর এ সময়ে কান্নাজড়িত কন্ঠে আরজে নীরবের মা রোকেয়া পারভীন বলেন, ‘নীরবের মাসুম বাচ্চা যেভাবে কান্নাকাটি করে, সেটা আমি সহ্য করতে পারি না। আমার ছেলে কোনো অন্যায় করেনি। সে সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। কারো কোনো ক্ষতি করেনি। আমার ছেলের মুক্তি চাই।’
এর আগে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে কেন্দ্র করে সারাদেশজুড়ে শুরু হয় ব্যাপক শোরগোল। আর এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি প্রকাশ্যে আসে কিউকমের নানা দুর্নীতির তথ্য। জানা গেছে, এ সকল অনিয়মের অভিযোগে আলোকে এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে কিউককের অফিস।