এই প্রথম কোনো সরকার দেখছি, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে

ভারতীয় সাংসদ মহুয়া মৈত্র বলেন, “এই প্রথম আমি এমন একটি সরকার দেখলাম যারা বাংলাদেশীদেরকে দুষ্ট বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।”

মহুয়া মৈত্র বলেন, “পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ – আমাদের ভাষা একই, আমাদের মানুষ একই। একসময় আমরা অবিভক্ত বাংলা ছিলাম। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র হয়ে ওঠে।

এই বাংলাদেশই শুধু আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল। আমরা আজীবন এই অঞ্চলেই আছি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রথম সরকার দেখলাম, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করে দিচ্ছে। ভারতের প্রত্যেকটা বিজেপি নেতা এমন মনোভাব দেখাচ্ছেন যে, বাংলাদেশের মানুষ সবাইই নাকি বদ প্রকৃতির, সবাইই নাকি অসভ্য।

কই! আমরা তো কোনো দিনও এটা দেখিনি।’

তিনি আরও বলেন, “তারা (বিজেপি) বারবার বলছে অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! আমাদের কথাটা খুবই সহজ-ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী এবং সরাসরিভাবে তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সুতরাং অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।’

২৬শে আগস্ট রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগরে জমি পাট্টা বিতরণ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

মহুয়ার এই মন্তব্য সম্প্রতিক ভাইরাল হয়েছে।

Scroll to Top