হঠাৎ রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান, এখন পর্যন্ত যতজন নিহত

একটি দ্রুতগামী গাড়ি সড়কে ছুটে চলছিল, ঠিক তখনই আচমকা একটি ছোট আকারের উড়োজাহাজ প্রচণ্ড গতিতে সড়কে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবারের ওই দুর্ঘটনায় উড়োজাহাজের পাইলট ও তাঁর একমাত্র সঙ্গিনী—যিনি একই সঙ্গে যাত্রী ছিলেন—ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সময় সড়ক দিয়ে যাচ্ছিল এমন দু’টি গাড়ির চালক আহত হয়েছেন। তবে বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে।

উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের কাছে একটি হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ইতালির একটি ফ্রেসিয়া আরজি (Freccia RG) আল্ট্রালাইট উড়োজাহাজ প্রচণ্ড গতিতে ওই ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়।

নিহত পাইলটের নাম ৭৫ বছর বয়সী সার্জিও রাভাগলিয়া এবং তার সঙ্গী ৬০ বছর বয়সী অ্যান মেরি ডি স্টেফানো। সার্জিও পেশায় একজন আইনজীবী ছিলেন এবং শৌখিন পাইলট হিসেবে উড়োজাহাজ চালাতেন। দুজনই লম্বার্দির রাজধানী মিলানের বাসিন্দা ছিলেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাইলট জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু তা সফল না হয়ে উড়োজাহাজটি সড়কে ভেঙে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত উড়োজাহাজটির পাশ দিয়ে কয়েকটি দ্রুতগামী গাড়ি ছুটে যাচ্ছে। সেই সময় দু’জন চালক আহত হন।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে তার আগেই পুরো উড়োজাহাজটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর অফিস এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top