বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদপুত্র সোহেল তাজ, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসন্তুষ্টির কারণ হয়ে ওঠেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছিলেন যে তিনি অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবিচার মেনে নিয়ে “জি হুজুর” বলার মতো ব্যক্তি নন। চূড়ান্ত প্রতিবাদ হিসেবে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি, তাজপুত্র সোহেল দেশের একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন।
সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সোহেল তাজ বলেন, “আমি নিজেই প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। পরের দিন আমাকে জোর করে যমুনায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন, তাই তিনি আমাকে যমুনায় নিয়ে যান।
তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ ভাই এসে বললেন নেত্রী কথা বলবেন। আমি যেতে চাইনি। বলেছি পদত্যাগপত্র দিয়েছি, আমি যাব না। আমি তাকে অসম্মান করতে চাইনি।
এই পরিস্থিতিতে সৈয়দ আশরাফ আমাকে বললেন,সোহেল চলো চলো। আশরাফ ভাইয়ের কথায় রাজি হলাম। আমি ভাবলাম তিনি হয়তো আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন, কেন তুমি পদত্যাগটা করছ? হয়তো আমার থেকে জানতে চাইবেন এবং অ্যাড্রেস করবেন ইস্যুগুলো।’
তিনি বলেন, ‘আমি গেলাম এবং দেখলাম সাজেদা চৌধুরী, শামসুল হক টুকু, আশরাফ ভাই, ফিজার সাহেব। সবাই বসে আছেন, খোশগল্প করছেন।
পাঁচ মিনিট চলে গেল, দশ মিনিট চলে গেল, আমি বসে আছি তারা খোশগল্প করছেন। তখন আমার রিয়েলাইজেশন হলো এটা আমাকে বোঝাবার কিছু না। এটা হচ্ছে জনগণকে একটা মেসেজ দেওয়া- সোহেলকে ম্যানেজ করা হয়েছে এবং সব কিছু ঠিকঠাক।’



