মুসলমানদের হৃদয়ে আঘাত, দেশব্যাপী বিক্ষোভের ডাক দিল ইসলামী ছাত্রশিবির

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার পর প্রতিটি জেলা শহরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (২0 মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে দলের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই ঘোষণা দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একই দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা এবং সকল বিভাগীয় শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। বুধবার দলের সেক্রেটারি জেনারেল ও প্রাক্তন এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন এই ঘোষণা দেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন বলেন, “মঙ্গলবার ভোরে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় নিরীহ ফিলিস্তিনি নিহত এবং অসংখ্য বেসামরিক মানুষ আহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।”