বাংলাদেশ-ভারত পানি বণ্টন বৈঠক, সমাধান দূরে! কী ঘটছে পর্দার আড়ালে?

ভারতের ফারাক্কা বাঁধের কারণে দীর্ঘদিন ধরেই গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে সমস্যায় রয়েছে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি না পাওয়া এবং বর্ষায় ভারতের হঠাৎ বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক বন্যার মুখে পড়তে হয় বাংলাদেশকে। সম্প্রতি এই ইস্যুতে দুই দিনের একটি বৈঠক অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর সমাধানে পৌঁছানো যায়নি।

বৈঠকের প্রথম দিনে গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা হয় এবং দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের কার্যবিবরণীতে সই করেন। তবে দ্বিতীয় দিনে সীমান্ত নদীগুলোর বিষয়ে আলোচনা জটিল হয়ে পড়ে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন বলেন, “পরিকল্পনা অনুযায়ী বৈঠক হয়েছে, তবে আপাতত কিছু বলা সম্ভব নয়।” তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনও করা হয়নি।

দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট এবং সীমান্ত নদীগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে কোনো সমঝোতায় না পৌঁছানোয় চূড়ান্ত কার্যবিবরণীতে সই করা হয়নি। বিশেষ করে, গত বছরের বন্যায় সীমান্ত নদীগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বাংলাদেশ এই নদীগুলো মেরামতের উদ্যোগ নিতে চেয়েছিল। কিন্তু ভারত বিষয়টি আরও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেছে।

ফারাক্কা বাঁধ পরিদর্শনের সময় গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সন্তোষ প্রকাশ করলেও চলতি বছরে পানির স্বল্পতার কারণে দুই দেশই কম পানি পাচ্ছে। ৬ মার্চের বৈঠকে গঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও, কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সূত্রের তথ্য অনুযায়ী, সাময়িক জটিলতা কাটিয়ে ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে।