দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব : অমিত শাহ

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মুখোমুখি লড়াই হবে দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টি (আপ) এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে।

এই নির্বাচনী প্রচারণার মধ্যেই বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (২৬ জানুয়ারি) দিল্লির নরেলা বিধানসভা এলাকায় এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।

অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি পার্টি (আপ) দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। তিনি বলেন, “আপ মানে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’। কেজরিওয়াল সরকার জনগণকে মিথ্যা কথা বলে, দুর্নীতি করেছে এবং দিল্লিকে অব্যবস্থাপনার দিকে ঠেলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আপনারা বিজেপিকে জয়ী করুন, আমরা দিল্লিকে বিশ্বের সেরা রাজধানীতে পরিণত করব। দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করা হবে।”

অমিত শাহ কেজরিওয়াল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “দিল্লি আজ নোংরা পানি, জলাবদ্ধতা, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা এবং অপর্যাপ্ত চিকিৎসা সেবার কারণে ভুগছে। কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি সরকার জনগণকে বিভ্রান্ত করেছে এবং দুর্নীতিতে নিমজ্জিত ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “আম আদমি পার্টি তাদের শাসনামলে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া তরুণ প্রজন্মকে ধ্বংস করতে মদের দোকান খুলে দুর্নীতিতে জড়িয়েছেন।”

প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ ফেব্রুয়ারি, আর ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

Scroll to Top