সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা হুসেন মিষ্টি।

শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. সাবরিনা অভিযোগ করে বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা আড়াল করতে তৎকালীন ডিবি প্রধান হারুন পুরো বিষয়টি সাজিয়েছেন। ওই সময় আমি কোনো মামলার মূল আসামি ছিলাম না, এমনকি মামলার বিষয়বস্তু থেকেও আমি সম্পূর্ণভাবে দূরে ছিলাম।”

তিনি আরও বলেন, “হারুন অর রশিদ তেজগাঁও জোনের ডিসি থাকাকালীন আমাকে তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করেন। তিনি আমাকে একাধিকবার আনঅফিসিয়ালি ফোন করে থানায় যেতে বলেন। পরে থানায় ডেকে নিয়ে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন করার পর নাটক সাজিয়ে আমাকে গ্রেপ্তার দেখান।”

ডা. সাবরিনা অভিযোগ করেন, “হারুন পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে মামলাটি দাখিল করেন। মামলার ৪৩ সাক্ষীর কেউই আমাকে কোনো আর্থিক লেনদেনে সম্পৃক্ত থাকার কথা বলেননি। তাদের বক্তব্য শুধুমাত্র মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভরশীল ছিল, যা হারুনই পরিকল্পিতভাবে পরিচালনা করেছিলেন।”

ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাসুম রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী এবং সাংবাদিক আল আমিন তুষার।

ক্যাম্পে ডা. সাবরিনা দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন এবং ওষুধ বিতরণ করেন।

Scroll to Top