ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায়, তিনি পুলিশের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক নারীকেও পুলিশ আটক করে।

মিষ্টি সুভাষ, যিনি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের একজন নেত্রী, সম্প্রতি আলোচনায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে। ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ওই সময় কেক কাটার চেষ্টা করলে তিনি হেনস্থার শিকার হন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিষ্টি বলেন, “আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি তার জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে গিয়েছিলাম। কারণ, যেখানে তাকে অসম্মান করা হয়েছে, আমি সেই জায়গায় গিয়ে তাকে সম্মান জানাতে চেয়েছি।”

এ ঘটনার পর ধানমণ্ডি-৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পুলিশ তাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Scroll to Top