সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক যুগল’ শিরোনামের নাটকের শুটিং সেটে লুকিয়ে অভিনেত্রী তাসনুভা তিশা ও সহশিল্পীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন এক যুবক, যিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে এই ভিডিওগুলো ‘কাউসার কিংডম’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বুধবার রাতে তিশা তার ফেসবুক পেজে একটি পোস্টে ওই যুবকের ছবি এবং ‘কাউসার কিংডম’ পেজের স্ক্রিনশট শেয়ার করেন। তিনি লিখেন, ‘দয়া করে কেউ এই লোকটিকে চিনে থাকলে তার পরিচয় জানান। ১০ মিনিটের মধ্যে আমি লাইভে আসছি, অসম্ভব বাজে ঘটনা ঘটেছে।’
ঠিক ১০ মিনিট পর ফেসবুক লাইভে এসে তিশা জানান, শুটিং চলাকালে ওই যুবক লুকিয়ে তাদের ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
লাইভে তিশা বলেন, ‘শুটিং সেটে আমাদের পোশাক পরিবর্তনের আলাদা কোনো জায়গা থাকে না। তাই নিজের মতো করে লেপেল পরে নিতে হয়। শুটিংয়ের সময় মাঠে উপস্থিত সাংবাদিকদের ভেবেছিলাম নিরাপদ। কিন্তু একজন সাংবাদিক পরিচয়ধারী এমন কাজ করবেন, তা কল্পনাও করিনি। তিনি সেই মুহূর্তের ভিডিও ধারণ করে তা ফেসবুকে আপলোড করেন। এটা অসৎ ও অবিবেচক কাজ। এমন মানুষকে সাংবাদিক বলে মানা যায় না। আমি এই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং তাকে শুটিং স্পট থেকে বয়কট করার দাবি জানাচ্ছি।’
তিশা আরও জানান, ওই পেজে শুধু তার নয়, আরও অনেক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও রয়েছে। তিনি মিডিয়ার প্রকৃত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যাতে এই যুবককে মিডিয়া এবং শুটিং স্পট থেকে স্থায়ীভাবে বয়কট করা যায়।
এই ঘটনায় শিল্পী সমাজ এবং দর্শকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে। সবাই এমন অন্যায় কাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।