সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন। এ বিষয়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন।
শিবলী তার পোস্টে লেখেন, “সোমবার যারা ছবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখেছেন, তাদের জানাতে চাই, ফারুকী আজ তার অফিস থেকে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চিহ্নিত শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন। সম্ভবত, সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন। দায়িত্বপ্রাপ্ত ফারুকীর মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি, সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে, ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, “ফারুকী এমন একজন মানুষ যার মধ্যে মন্ত্রণালয় পরিচালনার যথেষ্ট যোগ্যতা রয়েছে। তার অতীত কর্মে ফ্যাসিবাদের প্রতি কিছুটা ঝোঁক যেমন দেখা গেছে, তেমনি তার প্রতিবাদ করার সাহসও রয়েছে। আমি জানি, আওয়ামী প্রভাব থেকে সে কীভাবে নিগৃহীত হয়েছে।”
শিবলী আরও বলেন, “গত জুলাইয়ে দেশের সেলেব্রিটি বুদ্ধিজীবীদের সহযোগিতা আশা করেও পাইনি, তবে ফারুকী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময়ের তার স্ট্যাটাস অনেক তরুণকে সাহস জুগিয়েছে।”
অন্যদিকে বঙ্গভবনের দরবার হলসহ সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে সোমবার ও মঙ্গলবার শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর খবরও পাওয়া গেছে।