যে কারণে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক

সম্প্রতি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে #WeAreNahid হ্যাশট্যাগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এবং বিভিন্ন সংগঠনের কর্মীসহ বহু ফেসবুক ব্যবহারকারী এই হ্যাশট্যাগের মাধ্যমে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে থাকার বার্তা দিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রিফাত রশিদ, মো. আবু বাকের মজুমদার, আবদুল কাদেরসহ আরও অনেকেই নিজেদের ফেসবুক পোস্টে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। নাহিদ ইসলামকে ঘিরে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ করতেই তাদের এই উদ্যোগ।

সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে নিয়োগ নিয়ে কিছু গোপন নথি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে নাহিদ ইসলাম বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে বলেছেন, এই ধরনের প্রচার তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। নিজের ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, গত মাসে ওই নিয়োগ বাতিল করা হয়েছিল এবং এ ব্যাপারে সবাইকে অবগত করা হয়েছে।

ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছেন, তবে কিছু মহল এটিকে নাহিদ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হিসেবে ব্যবহার করছে। শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন যে, এই স্লোগান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে এবং তাদের উদ্দেশ্য নাহিদ ইসলামকে লক্ষ্য করা নয়।

আন্দোলনের অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও কর্মী নাহিদ ইসলামের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন। এক পোস্টে আকরাম হোসাইন রাজ লিখেছেন, “উন্নত ভবিষ্যতের জন্য নির্ভীকভাবে এগিয়ে যাওয়া আমাদের নাহিদ ভাই।”

Scroll to Top