‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, মুখ খুললেন ফারুকী

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের পরিপ্রেক্ষিতে তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় সমালোচনা চলছে। রোববার (১০ নভেম্বর) তার নিয়োগের ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুকী তাকে ঘিরে চলা এসব সমালোচনার জবাব দেন। তিনি জানান, তিনি উসকানিমূলক প্রশ্নের উত্তর দিতে চান না, তবে সমালোচনার যুক্তিসঙ্গত প্রশ্নের সঙ্গেই আলোচনা করতে প্রস্তুত।

এক প্রশ্নে তিশার অভিনয় ও তাকে ঘিরে ওঠা বিতর্ক প্রসঙ্গে ফারুকী বলেন, “আমি কোনো উসকানিমূলক প্রশ্নের উত্তর দেব না। তবে যৌক্তিক প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত।”

শিল্পকলা ও নাটক নিয়ে উগ্রবাদী অবস্থানের বিষয়ে ফারুকী বলেন, “এই সরকার কখনো শিল্পের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। শিল্পের চর্চাকারীদেরও কিছু দায়িত্ব রয়েছে। সম্প্রতি দেশে গণহত্যার মতো ঘটনা ঘটেছে, যা কেবল সরকার পতনের চেষ্টায় সীমাবদ্ধ ছিল না। যারা এর সঙ্গে যুক্ত তাদের বিচার হবে। সংস্কৃতির পরিবেশ অস্থির করার চেষ্টা সংস্কৃতির জন্য ক্ষতিকর।”

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। ফারুকীর সঙ্গে আরও দুজন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন— উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।


ফের প্রফাইল লাল করলেন হাসনাত আব্দুল্লাহ, তাহলে কি ফের উত্তাল হবে দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল রঙে পরিবর্তন করে প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা ৫২ মিনিটে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি লিখেন, “শেষ হয়নি যুদ্ধ।”

এর আগে ছাত্র-জনতার ওপর নিপীড়ন এবং হত্যার প্রতিবাদে হাসনাতসহ আন্দোলনের সমন্বয়কারীরা প্রোফাইল ছবি লাল করেছিলেন। তাদের অনুপ্রেরণায় সাধারণ মানুষও প্রোফাইল ছবি পরিবর্তন করে আন্দোলনের প্রতি সমর্থন জানান।

আজ নতুন করে প্রোফাইল ছবি পরিবর্তন করে হাসনাত লিখেন, “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।”

এর ঠিক আগে, উপদেষ্টা পরিষদে শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করে একটি পোস্ট করেন তিনি। হাসনাত সেখানে লেখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’

এর আগে চট্টগ্রামে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে ‘তাওহিদি ছাত্র জনতা’ একটি সভা আয়োজন করে। সভা চলাকালে পুলিশ পাঁচ জনকে আটক করে, যার মধ্যে শিবলী নোমান, ওসামা, মবিন, ও তওকীরের নাম জানা গেছে।