Sunday , November 24 2024
Breaking News
Home / National / বরখাস্ত সেই জাহাঙ্গীরের স্থলে ভারপ্রাপ্ত মেয়র হলেন কিরণ, ক্ষতিগ্রস্তদের দিলেন প্রতিশ্রুতি

বরখাস্ত সেই জাহাঙ্গীরের স্থলে ভারপ্রাপ্ত মেয়র হলেন কিরণ, ক্ষতিগ্রস্তদের দিলেন প্রতিশ্রুতি

বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ট মানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দুই এমপিসহ বেশ কয়েকজন নেতাকর্মীর নামে বিদ্রুপ মন্তব্য করার অভিযোগে সম্প্রতি মেয়র পদ থেকে বরখাস্ত করা হয় গাজীপুর সিটি করপোরেশেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। আর এরই মধ্যে রবিবার (২৮ নভেম্বর) তার স্থলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন আসাদুর রহমান কিরণ।

রবিবার দুপুরে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাস্তা-ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা ক্ষতিপূরণ পায়নি তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এর আগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এছাড়া অসমাপ্ত সব কাজ নির্ধারিত মেয়াদেই সম্পন্ন করা হবে এবং নাগরিকদের সব সেবা নিশ্চিত করা হবে।

মেয়রের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

একটি অডিও’র কারনে শেষ হয়ে গেল সাবেক মেয়র জাহাঙ্গীরের রাজনৈতিক ক্যারিয়ার। তার এই ভুলটা বুঝে হোক বা না বুঝেই হোক এটি দলের কাছে এটি বিরাট একটি নেগেটিভ প্রভাব ফেলেছে।আর এই কারনেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য। তবে সবাই ছেড়ে দিলেও ছাড়তে নারাজ জাহাঙ্গীর। তিনি বলেছেন তিনি সারা জীবন আওয়ামীলীগের কর্মী হয়েই থাকতে চান।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *