Saturday , October 5 2024
Breaking News
Home / Entertainment / এবার ভক্তদের ওপর ক্ষেপলেন সালমান, দিলেন কড়া বার্তা

এবার ভক্তদের ওপর ক্ষেপলেন সালমান, দিলেন কড়া বার্তা

বিশ্বের বৃহত্তম বিনোদন মাধ্যমের মধ্যে অন্যতম একটি বলিউড। এই মাধ্যমের মেঘা সুপারষ্টার সালামন খান। তিনি ৩ দশকের বেশি সময় ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। এবং অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তার অভিনীত সিনেমা নিয়ে দর্শক মাঝে উৎসব এবং উদ্দীপনার শেষ নেই। সম্প্রতি তার নতুন একটি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাকে ঘিরে ভক্তদের কান্ডে ক্ষিপ্ত হয়েছেন তিনি। এবং ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা।

মুক্তি পেয়েছে বলিউড ভাইজান অভিনীত ‘অন্তিম’। সিনেমায় প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছেন সালমান খান ও তার ভগ্নিপতি আয়ুশ শর্মা। দুই দিনে প্রায় দশ কোটি ভারতীয় রূপি আয় করেছে সিনেমাটি। লম্বা সময় পর মুক্তি পেয়েছে সালমানের সিনেমা। স্বাভাবিকভাবেই ‘অন্তিম’ সিনেমাটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই। মুক্তির পর তাই বাড়তি উন্মাদনায় মেতেছেন তারা। আর এসবে বিরক্ত হচ্ছেন সালমান খান। কড়া বার্তা দিয়েছেন তার ভক্তদের। ‘অন্তিম’ সিনেমায় পু/লি/শ ও গ্যাং/স্টা/রের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। পু/লি/শ চরিত্রে সালমান, আর গ্যাং/স্টা/র চরিত্রে আয়ুশ শর্মা। অ্যাকশন ঘরানার এ সিনেমার জন্য বেশ শারীরিক কসরত করতে হয়েছে আয়ুশকে।

‘অন্তিম’ মুক্তির পর সালমানের পোস্টার দুধ দিয়ে ধুয়েছেন ভক্তরা। সে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিও দেখেই মূলত ভক্তদের ওপর ক্ষেপেছেন বলিউড ভাইজান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সাল্লু ভাই লিখেছেন, ‘মানুষ পানি পায় না আর আপনারা দুধ অপচয় করছেন! যদি আপনাদের দুধ দিতেই হয়, তাহলে আমি অনুরোধ করছি গরীব বাচ্চাদের দুধ দিন।’ অন্য একটি ভিডিওতে হলের ভেতর আ/ত/শ/বা/জি ফাটাচ্ছেন সালমান ভক্তরা। সেই ভিডিও দেখেও আ/ত/ঙ্কি/ত সালমান। ভক্তদের অনুরোধ করে বলেছেন, ‘হলের ভেতর বা/জি ফাটাবেন না। এতে প্রাণহানি হতে পারে। কেউ যেন বাজি নিয়ে হলের ভেতর প্রবেশ করতে না পারে সেজন্য হল মালিকদের অনুরোধ করছি। আপনারা সিনেমা দেখুন কিন্তু বাজি ফাটাবেন না।’ অভিনেতার এ বার্তার প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকে। সবমিলিয়ে প্রশংসায় পঞ্চমুখ সালমান।

বলিউডে প্রতিবছর বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর অভিনীত অসংখ্য সিনেমা প্রকাশিত হয়ে থাকে। তবে এক্ষেত্রে পচ্ছন্দের অভিনেতা-অভিনেত্রীদের প্রকাশিত সিনেমাকে ঘিরে ভক্তদের মাঝে উৎসব এবং উদ্দীপনা বিরাজ করে থাকে। এমনকি অনেক ভক্তরা অনেক ধরনের উদ্ভট কান্ডও ঘটিয়ে থাকেন পচ্ছন্দের অভিনেতা-অভিনেত্রীদের জন্য।

About

Check Also

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে হাসিখুশি মেজাজে রয়েছেন এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *