ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় একটি মসজিদ ও মাদ্রাসার জমি দখলের প্রতিবাদে এলাকাবাসী মসজিদ ছেড়ে উন্মুক্ত রাস্তায় জুমার নামাজ আদায় করেছেন। অভিযোগ উঠেছে, শ্রমিক লীগ নেতা হায়দার আলী মসজিদ ও মাদ্রাসার জায়গা দখল করে সেখানে দ্বিতল ভবন নির্মাণ ও ইজিবাইকের গ্যারেজ স্থাপন করেছেন।
নামাজের আগে মুসল্লিরা সাংবাদিকদের উপস্থিতিতে প্রশাসনের কাছে দাবি জানান, অবৈধভাবে দখলকৃত মসজিদ ও মাদ্রাসার জমি উদ্ধার করে সেখান থেকে গ্যারেজ উচ্ছেদ করতে হবে। মসজিদের সাবেক সেক্রেটারি বাকী বিল্লাহ জানান, জমির আসল মালিক হাজি আফসার উদ্দিন ২৩ শতাংশ জমি মসজিদ ও মাদ্রাসার নামে দান করেন। পরে ১৯৯০ সালে সৌদি সরকারের সহায়তায় মসজিদটি আধুনিকায়ন করা হয় এবং মাদ্রাসাটি নুরানী মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে।
বাকী বিল্লাহ আরও জানান, হায়দার আলী ২০১৭ সালে জোরপূর্বক মসজিদের ৪ শতক জমি রেজিস্ট্রি করে নেন এবং সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেন। পাশাপাশি মাদ্রাসার কিছু জায়গায় ইজিবাইক গ্যারেজ স্থাপন করেন, যার ভাড়া তিনি কখনও পরিশোধ করেননি। সম্প্রতি, আদালতের আদেশে জমিতে ১৪৪ ধারা জারি করা হয়, যা মুসল্লিদের ক্ষোভের কারণ হয়। এরই প্রতিবাদে শুক্রবার তারা রাস্তায় নামাজ আদায় করেন।
মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হাজি জাহাঙ্গীর হোসেন বলেন, “মসজিদ ও মাদ্রাসার জমি দখল হয়ে যাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত।” সাবেক সেক্রেটারি আহসান হাবিব রনক বলেন, “দেশে পরিবর্তনের সময় এসেছে, মসজিদ ও মাদ্রাসারও সংস্কার প্রয়োজন।”
হায়দার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।