আন্দোলনে ২ হাতে পি*স্তল নিয়ে গু*লি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার, জানা গেল পরিচয়

রাজশাহীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে দুই পিস্তল নিয়ে গুলি চালানো যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই যুবকের নাম জহিরুল ইসলাম রুবেল (২৬)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা। র‌্যাব এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম রুবেল ছাত্র জনতার ওপর হামলা ও গুলি চালায়। দুই হাতে দুটি অস্ত্র নিয়ে তার গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে র‌্যাবের নজরদারির মাধ্যমে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

Scroll to Top