ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে আরেক চিকিৎসককে হয়রানির নতুন একটি ভিডিও সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে একজন বয়স্ক পুরুষ রোগী একজন মহিলা ডাক্তারের চুলের মুঠি ধরে আছেন এবং হাসপাতালের বিছানায় মাথা ঠুকছেন।
তখন আশেপাশে থাকা চিকিৎসকরা ওই নারী চিকিৎসককে বাঁচাতে ছুটে আসেন এবং হামলাকারী রোগীকে আটকান।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রী ভেন্তেশ্বর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এসভিআইএমএস) হাসপাতালে।
হাসপাতালের পরিচালককে লেখা চিঠিতে হামলার শিকার ওই নারী চিকিৎসক বলেন, গত শনিবার হাসপাতালের জরুরি ওষুধ বিভাগে কর্মরত ছিলাম। তখন আমি অপ্রত্যাশিতভাবে বাঙ্গারু রাজু নামে এক রোগীর দ্বারা আক্রমনের শিকার হই। সে পেছন থেকে এসে আমার চুল টেনে ধরে হাসপাতালের বেডের লোহার রডের সাথে জোর করে আমার মাথা ঠুকতে থাকে। সে সময় আমাকে সাহায্য করার জন্য কোনো নিরাপত্তারক্ষী ছিল না।”
চিঠিতে তিনি আরও বলেন, “এ ঘটনা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যদি রোগীর হাতে ধারালো কোনো কিছু থাকত তাহলে ঘটনা অন্যদিকে গিয়ে ভয়ানক পরিণতি হতে পারত।”
নারী চিকিৎসকের ওপর হামলার পর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তবে কেন হাসপাতালের রোগী দৌড়ে এসে চিকিৎসকের ওপর হামলা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।