বাংলাদেশের ক্রিকেট মাঠে তামিম ইকবালকে নিয়ে আলোচনা কিছুতেই থামছে না। গত বছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে শোরগোল ফেলে দেন তিনি।
এরপর আবার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারও করেছেন, ছেড়েছেন অধিনায়কত্ব। দেশের সেরা ওপেনার ওয়ানডে বিশ্বকাপে থাকবেন কি না, তা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত দলেই ছিলেন তিনি।
এদিকে বিশ্বকাপের পর বিপিএল দিয়ে মাঠে ফিরে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনার জন্ম দেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি, তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হন, যার ফলে তার দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়। তার সঙ্গে একই দলে খেলেছেন মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ।
এদিকে গতকাল মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপের রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া রেকর্ড ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মিরাজের সঙ্গে মুশফিকের ফোনালাপে তামিমের অসন্তোষ প্রকাশ পায়।
ফাঁস হওয়া রেকর্ডে তামিম বলেন, ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ?’ তিনি আরও বলেন, ‘ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথার আমার বেইসই ছিল তুই মুশফিক সব সহ। ঠিক না?’
দেশসেরা এই ওপেনার মুশফিককে নিয়ে আরোও বলেন, ‘মুশফিক আমার জন্য ইম্পর্ট্যান্ট একজন ছিল। সে করছেটা কী শোন। সে আমার সাথে তো কথা বলেই নাই বলেই নাই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে। শুনছস এটা?’
বিপিএলে ফরচুন বরিশালে মুশফিককে স্বাধীনতা দিয়েছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘না, ভাই মিরাজ, তুই দেখছস… আমি ওরে কী ধরনের ফ্রিডম দিছি পুরা টিমে, হ্যাঁ? আমি ওরে দায়িত্ব দিছি পুরা টিম চালানোর। খেলা শেষ হইছে, খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেইজ করছি। আমি এখন পর্যন্ত ওরে প্রেইজ করি যে সে পুরা টিমটা হ্যান্ডেল করছে, তার কন্ট্রিবিউশনটা কত বেশি। সে এই মুহূর্তে আমাকে এইরকম মাঝপথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল?’
তাকে না বলে মুশফিকের নতুন দল বানানো নিয়ে দুঃখপ্রকাশ করতেও শোনা যায় তামিমকে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, না অ্যাটলিস্ট বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে।’
এদিকে ফোনালাপ ফাঁসের এই ঘটনায় তামিম-মুশফিক ভক্তদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। নতুন কিসের দল বানাচ্ছেন মুশফিক, তামিমই বা তাতে বিরক্ত কেন-এসবের উত্তর খুঁজছেন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এসব প্রশ্নের উত্তর আজ সন্ধ্যায় পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে।
আজ তামিমের জন্মদিন। এই উপলক্ষে যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আজ ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে দেশ সেরা এই ওপেনার বলেন, ফোনালাপ নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, এসব নিয়েই আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছেন তিনি