জীবিকার তাগিদে গত বছর কয়েক আগে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের রাউজানের মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ। এরপর খুব অল্প সয়ের মধ্যেই ভাগ্য বদলে যায় তার। ইচ্ছা ছিল এ বছর দেশে ফিরে বিয়ের পর্বটা শেষ করবেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবসত সেই আশা পূরণ হলো না ফরহাদের, এর আগেই পাড়ি দিতে হলো না ফেরার দেশে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ফরহাদের মরদেহ দেশে আসছে আজ। শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরহাদের মরদেহ বহনকারী এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ দিন এশার নামাজের পর গহিরা দলইনগর দৌলত দিঘীর শাহী জামে মসজিদ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী মুহাম্মদ নুর উদ্দীন মিজান।
ডিসেম্বরে দুবাই থেকে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ফরহাদের। ছেলেকে নিয়ে নানা স্বপ্ন ছিল বাবা-মায়ের। সেই স্বপ্ন শোকে পরিণত হলো। লাশ হয়ে দেশে ফিরছেন ফরহাদ।
গত ৪ নভেম্বর দুবাইয়ের ড্রাগন মার্ট-১ এর সামনের রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ (২৮) মৃত্যুবরণ করেন। নিহত ফরহাদ চট্টগ্রামের রাউজানের ৪নং গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।
এদিকে ফারহাদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০১১ সালে দুবাইয়ের আল-আবিরে আসেন ফারহাদ। তিনি সেখানে ইন্টারন্যাশনাল সিটির ইতালি ইউ ইলেভেন বিল্ডিংয়ে থাকতেন। আর মাত্র কয়েক দিন পরেই দেশে আসার কথা ছিল তার। কিন্তু এরই মধ্যে তার মৃ্ত্যুর খবরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজনদের মাঝে। তার এই অকাল মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না কেউ।