Saturday , December 2 2023
Breaking News
Home / Entertainment / হ্যাঁ, আমি আকার পরিবর্তন করিয়েছি তাতে কী হয়েছে: শিল্পা শেঠি

হ্যাঁ, আমি আকার পরিবর্তন করিয়েছি তাতে কী হয়েছে: শিল্পা শেঠি

বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন শিল্পা শেঠি। তিনি দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। এবং অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তবে এই বলিউড মাধ্যমে নিজেকে আকর্ষনীয় করে তুলতে অভিনেতা-অভিনেত্রীরা নানা ধরনের কর্মকান্ড করে থাকেন প্রায় সময়। এমনকি শারিরীক গঠন ঠিক রাখতেও অনেকেই শরীরের বিভিন্ন অঙ্গে অ/স্ত্রো/প/চার করে থাকেন। সম্প্রতি নিজের শরীরে অ/স্ত্রো/প/চার প্রসঙ্গে বেশ কিছু কথা জানালেন শিল্পা শেঠি নিজেই।

‘বাজিগর’ দিয়ে শুরু। মাঝখানে কেটে গেছে প্রায় তিন দশক। ৯০ দশকের একের পর এক হিট সিনেমার মাধ্যমে বলিউডের লাইম লাইটে উঠে আসেন শিল্পা শেঠি। মাঝে বেশ কয়েক বছর অভিনয়জগত থেকে দূরে থাকলেও বর্তমানে আবার বলিউডে ফিরেছেন এই অভিনেত্রী। তবে এখন আমরা পর্দায় যে শিল্পাকে দেখি সেই রূপের পেছনের গল্প কি আপনি জানেন? বলিউডের এই নায়িকার আগের ছবিগুলোতে চোখ রাখলে দেখা যাবে পুরোনো শিল্পা খানিকটা অন্য রকম। বর্তমানের নজরকাড়া চেহারার সঙ্গে যেন বেশ অমিল। হ্যাঁ, এখনকার এই চোখ ধাঁধানো সৌন্দর্যের খোঁজে অ/স্ত্রো/প/চা/রের সাহায্য নিয়েছিলেন শিল্পা। শোনা যায়, নিজের নাকের আকার নিয়ে মোটেই খুশি ছিলেন না এই অভিনেত্রী। এখনো পর্যন্ত নাকের আকার বদলাতে অস্ত্রো/প/চা/র করিয়েছেন মোট দু’বার।

আর নিজেকে বদলে ফেলার এই কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন শিল্পা। গণমাধ্যমকে এক দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, হ্যাঁ। আমি নাকের আকার পরিবর্তন করিয়েছি। তাতে কী হয়েছে? শিল্পা মনে করেন, এই অ/স্ত্রো/প/চা/রের কারণেই তাকে আরও সুন্দর লাগে। শুধুমাত্র প্লাস্টিক সার্জারি নিয়েই নয়, বারবার আলোচনায় উঠে এসেছে শিল্পার ব্যক্তি ও কর্মজীবন। অক্ষয় কুমারের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে এক সময় মুখর হয়েছিল বলিউড। তবে সকল গুঞ্জন পেরিয়ে ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন তিনি। দম্পতির জীবনে এসেছে দুই সন্তান।

চলতি বছরে স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে আলোচনায় উঠে এসেছেন শিল্পা শেঠী। মূলত তার স্বামীর নীল সিনেমা নির্মানের জের ধরেই আলোচনায় আসেন শিল্পা। এমনকি নীল সিনেমা তৈরির অভিযোগে গ্রে/ফ/তার হয়ে প্রায় ২ মাস কারা/ভো/গ করেছেন। অবশ্যে পরে জামিন পেয়েছেন রাজ কুন্দ্রা। তবে বর্তমান সময়ে তিক্ত অভিজ্ঞতা ভুলে এখন ভালো থাকার চেষ্টায় রাজ-শিল্পা।

About

Check Also

দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *