গতকাল বুধবার সকাল পৌনে ১০ টার দিকে যানবাহনসহ মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবে যাওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। আর সেই সুবাদে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উদ্ধার করা হয় একটি কাভার্ডভ্যান। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন ঐ কাভার্ডভ্যানের মালিক। গাড়িটি উপরে উঠানোর পরপরই রীতিমতো কেঁদে ফেলেন তিনি।
এ সময়ে কান্নাজড়িত কন্ঠে তিনি সংবাদ মাধ্যমকে জানান, গাড়িতে কোটি টাকার মালামাল ছিল। খুব ভালো লাগছে। কিন্তু গাড়িটি এভাবে দেখতে হবে ভাবিনি।
এদিকে এ ঘটনায় বেশ ক্ষয়ক্ষতির আশঙ্ককা থাকলেও সৌভাগ্যবসত কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ফেরি ডুবার আগ মুহুর্তে সকলেই নিরাপদ স্থানে যেতে সক্ষম হয়েছে। তবে আশঙ্কা থাকায় এখনো উদ্ধার কাজ চলছে।