সম্প্রতি কিছুদিন আগেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরপর ঢাকা রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই চলছিল তার চিকিৎসা। তবে এরই মধ্যে এলো তার মৃত্যুর খবর। জানা গেছে, শেষমেষ করোনার কাছে হার মেনে আজ শনিবার (০২ আক্টোবর) সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
মিলন বলেন, চিকিৎসকরা তাকে সকাল ৯টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেছেন। পরিবার ও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না এখনও তার মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে।
তিনি বলেন, জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই জরুরী বৈঠকে বসবেন। এরপর তারা জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, এর আগে শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক সমস্য দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির পরও তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটায় হাসপাতালের লাইফ সাপর্টেও নেয়া হয়েছিল তাকে। কিন্তু এরই মধ্যে তার মৃত্যুর খবরে রীতিমতো ভেঙ্গে পড়েছেন পরিবার-পরিজন। এদিকে তার মৃত্যুতে গভির শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের বিভিন্ন নেতাকর্মীরা।