কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার সেখানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। যার কারণে তাকে এবার এলাকা ছাড়ার নির্দেশ দিলো নির্বাচন কমিশন।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৬ জুন) বিকেলে এ আদেশ দেয় ইসি।
এর আগে সোমবার (৮ জুন) বিকেলে বিকেলে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চিঠি দেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক ওরফে সাক্কু। তখন বাহাউদ্দিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে গিয়ে নানা ধরনের নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলতি মাসের (জুন) ১৫ তারিখ এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশন এলাকায় সর্ব মোট ভোটার সংখ্যা হল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সেখানকার ভোটাররা আশা করছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কুসিক মেয়র নির্বাচিত হবেন।