রুবেল দক্ষিণ আফ্রিকায় এক দশকের বেশি সময় ধরে বসবাস করছিলেন। অবশেষে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং কেপটাউন বিমানবন্দরে টিকিট কেটে নেন। বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বিমানবন্দরের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনা স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে কেপটাউন বিমানবন্দরে ঘটে।
মৃত রুবেল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় দশ বছর আগে রুবেল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। তবে কাগজপত্রের জটিলতার কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি। তিনি মঙ্গলবার দুপুর ১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই যাত্রা আর শুরু হয়নি, বিমানবন্দরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

