ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী

বাংলাদেশি এক মডেল ও অভিনেত্রীকে আট দিনের রিমান্ডে নিয়েছে ভারত। যিনি বাংলাদেশ ও ভারতের উভয় দেশের পরিচয়পত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন। এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অভিনেত্রী শান্তা পালকে ৩০ জুলাই কলকাতার যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করা হয়। জানা যায়, তিনি অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সার্ভিস পরিচালনার সময় পুলিশের নজরে আসেন।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, শান্তার বিরুদ্ধে জাল নথিপত্র তৈরির অভিযোগে তদন্ত চলছে। তিনি কীভাবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র পেয়েছেন এবং সেগুলো আসল না নকল, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে শান্তা যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তবে বিভিন্ন সময় তিনি বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। এমনকি ঠাকুরপুকুর থানায় সম্প্রতি প্রতারণার একটি অভিযোগ দায়ের করার সময়ও তিনি ভিন্ন ঠিকানা দেন, যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।

তদন্তের সময় শান্তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমান সংস্থার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে কোন কোন নথির ভিত্তিতে তিনি আধার এবং ভোটার আইডি সংগ্রহ করেছেন। এ জন্য ইউআইডিএআই ও ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রেশন কার্ড সম্পর্কিত তথ্য জানার জন্য খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।

শান্তা মডেলিং ও অভিনয়ের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু করেন। তিনি বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং বেশ কয়েকটি বিউটি কনটেস্টেও অংশ নিয়েছেন। বড় পর্দায় তার অভিষেক হয় ব্যাচেলর ইন ট্রিপ সিনেমার মাধ্যমে। জানা যায়, তিনি ইয়েরালাভা নামক একটি তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যার পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

Scroll to Top