বাঁ*চতে চাইলে এ মুহূর্তে উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ

কামচাটকা উপদ্বীপে আঘাত হেনেছে ৮.৭ মাত্রার ভূমিকম্প, রাশিয়া ও জাপানে উপকূলীয় এলাকাগুলোতে উচ্চ সতর্কতা

শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে জাপানের উপকূলে আঘাত হেনেছে সুনামির প্রথম ঢেউ, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের পরামর্শে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের বাসিন্দাদের উপকূল এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এ অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ বলেন, “সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং ঢেউয়ের মাত্রা মূল্যায়ন করা হচ্ছে। সবাইকে অনুরোধ করছি উপকূলীয় এলাকা এড়িয়ে চলুন এবং লাউডস্পিকারে প্রচারিত নির্দেশনা অনুসরণ করুন।”

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং এটি ছিল মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে—যা ভূতাত্ত্বিক দৃষ্টিকোণে একটি অগভীর ভূমিকম্প হিসেবে ধরা হয়। অগভীর ভূমিকম্প সাধারণত বেশি ক্ষতিকর হয়।

কামচাটকার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার (প্রায় ১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভূমিকম্পে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি কিন্ডারগার্টেন ভবনও রয়েছে বলে জানিয়েছেন গভর্নর সোলোদভ।

অন্যদিকে জাপানেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে (NHK) প্রচার করছে:
“দয়া করে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। সম্ভব হলে উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিন এবং উপকূল থেকে দূরে থাকুন।”

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরবর্তীতে শক্তিশালী আফটারশক (পরাঘাত) হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হতে পারে। রাশিয়া ও জাপান দুই দেশেই উপকূলীয় শহর ও জনবসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Scroll to Top