৭ স্ত্রীকে নিয়ে সংসার করা সেই যুবক গ্রেপ্তার, রঙিন জীবনের আড়ালে ন*রকের সাম্রাজ্য

ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে মানবপাচার ও আর্থিক প্রতারণার অভিযোগে রবিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। আজ রোববার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রবিজুল কুষ্টিয়ার পাটিকাবাড়ী গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ইবি থানার ওসি মেহেদী হাসান।

রবিজুল ১৫ বছর লিবিয়ায় অবস্থান করেন এবং সেখানে একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। দেশে ফিরে তিনি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার সহজ-সরল মানুষদের বিদেশে ভালো চাকরির আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেন। পরে লিবিয়ায় পাঠিয়ে ভুক্তভোগীদের বন্দি করে মুক্তিপণ আদায় করতেন।

এ চক্রের শিকার কুষ্টিয়ার তানজির শেখ নামে এক যুবক জানান, রবিজুলের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় লিবিয়া যাওয়ার পরই তাকে স্থানীয় মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। টানা ৯ মাস তাকে বন্দি রেখে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। প্রতিদিন মাত্র একটি পাউরুটি ও লবণাক্ত পানি খেতে দেওয়া হতো। টাকার জন্য মারধরের ভিডিও পাঠানো হতো পরিবারের কাছে। পরে মুক্তিপণ দিয়ে তাকে দেশে ফেরত আনা হয়।

তানজিরের পরিবার অভিযোগ করেছে, রবিজুল তাদের কাছ থেকে মোট ৩৪ লাখ টাকা আদায় করেছেন। একই ধরনের অভিযোগ করেছে আরও অন্তত ১২টি পরিবার। তাদের দাবি, রবিজুলের হাত ধরে অন্তত ৬০-৭০ জন মানুষ প্রতারণার শিকার হয়েছেন।

ইবি থানার ওসি জানান, রবিজুলের বিরুদ্ধে কুষ্টিয়া সদর, আলমডাঙ্গা, কুমারখালীসহ বিভিন্ন থানায় মানবপাচার ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের হেফাজতে থাকা রবিজুলকে আদালতে হাজির করা হবে।

Scroll to Top