সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারত : হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান ভারতীয় লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এ কথা বলেন।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, “ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করে ভারতীয় মুসলমানদের ওয়াকফকৃত ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করেছে।

আমরা এই ধরণের অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই।”

নেতারা বলেন, এর আগেও মুসলিমদের ধর্মীয় আইন, তিন তালাক নিষিদ্ধ করা হয়েছিল। অমুসলিমদের ইসলামে ধর্মান্তরিত হতে বাধা দেওয়ার জন্য ধর্মান্তর বিরোধী আইনও প্রণয়ন করা হয়েছে। ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্র হিসেবে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়েছে।

এইভাবে, রাষ্ট্রীয় ও আইনি পন্থায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে রীতিমতো ধর্মযুদ্ধে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার।

তারা বলেন, “আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় পর্যায়ে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা বীরের জাতি।