বিদেশে পাচার হওয়া কয়েক শ কোটি ডলার চলতি বছরের মধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। অর্থ উপদেষ্টার মতে, আগামী মাসেই এর কিছু দৃশ্যমান অগ্রগতি হবে।
পাচার হওয়া অর্থ ফেরাতে আসছে কঠোর আইন:
অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য আইনি প্রক্রিয়া বাধ্যতামূলক। এ কারণে সরকার একটি বিশেষ আইন তৈরি করছে, যা খুব শিগগিরই অধ্যাদেশ আকারে জারি করা হবে।
তিনি আরও জানান, অর্থ ফেরত আনার জন্য সরকার প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার পরিকল্পনা রয়েছে।
এর আগে, সোমবার (১০ মার্চ), প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ আইন অনুমোদনের প্রস্তুতি চলছে।
প্রেসসচিব আরও বলেন, “প্রফেসর ইউনূস শুরু থেকেই বলে আসছেন, এই অর্থ বাংলাদেশের জনগণের। এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে।”
এ কারণেই গত সেপ্টেম্বরে ১১ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।