গভীর রাতে দেবর-ভাবির রিল রিল ‘খেলা’, পুড়ল ৮ ফ্ল্যাট

রাত গভীর, ভাইরাল হওয়ার আশায় রিল শুট করছিলেন দেবর ও ভাবি। কিন্তু সেই ভিডিও শুটিং মুহূর্তেই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হয়! ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রের ভিন্দ রোডের ‘দ্য লিগ্যাসি প্লাজা’ নামের বহুতল ভবনে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ভবনের একতলার একটি ফ্ল্যাটে পরিবারসহ থাকতেন রঞ্জনা জাট। তার ৩৮ বছর বয়সী দেবর অনিল জাটের সঙ্গে প্রায়ই রিল ভিডিও বানাতেন তিনি। কিন্তু রবিবার রাত সোয়া ২টার দিকে তাদের রিল বানানোর এক চরম ভুল ভবনটিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে ফেলে দেয়।

সিসিটিভি ও পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ভিডিওর জন্য ইচ্ছাকৃতভাবে এলপিজি সিলিন্ডারের মুখ খুলে দিয়ে ভিডিও করছিলেন। , যা অনিল ক্যামেরায় ধারণ করছিলেন। ১৭ মিনিটের দীর্ঘ রেকর্ডিং চলার সময় গ্যাস সিলিন্ডারের মুখ খোলা থাকায় পুরো ফ্ল্যাটে গ্যাস ছড়িয়ে পড়ে। এরপর আলো জ্বালাতেই মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়! আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, একে একে পুড়ে যায় পুরো আটটি ফ্ল্যাট!

ভয়াবহ এই ঘটনায় রঞ্জনা ও অনিল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এই ভয়ংকর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাগলামির কুফল হিসেবেই দেখা হচ্ছে।

Scroll to Top