আ. লীগের মনোনয়ন ফরম কেনা ডিপজল এবার বিএনপির ব্যানারে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে, কারণ তিনি এবার বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) ডিপজলের ফেসবুক পেজে একটি পোস্টে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত একটি ব্যানার ব্যবহার করে তিনি বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বার বার ফিরে আসুক ডিসেম্বর মাস।’

এ নিয়ে তার রাজনৈতিক ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। জানা যায়, ডিপজল ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনলেও দলীয় মনোনয়ন পাননি তিনি।

পরে ২০২১ সালের ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হন। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ তার কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি। কারণ, তিনি দলের কোনো প্রাথমিক সদস্য কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না।

তবে তার রাজনৈতিক ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৯৪ সালে বিএনপির সমর্থনে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ডিপজল। সেই সময় থেকেই তিনি বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

ডিপজলের এই সাম্প্রতিক পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।


আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।

সরকারের প্রতি কমিশন গঠনে গড়িমসি করার অভিযোগ এনে মাহিন বলেন, সরকার জনগণের ন্যায্য দাবির বিপরীতে অবস্থান নিয়েছে। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। তিনি জানান, আজ সকাল ১১টায় ভুক্তভোগী পরিবারগুলোর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম এ ঘোষণার প্রতি সংহতি প্রকাশ করেছেন।

হাসনাত আব্দুল্লাহ মাহিনের পোস্ট শেয়ার করে লেখেন, ‘আমি মাহিনের পাশে আছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।’

অন্যদিকে, সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিলের প্রতিবাদে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন মাহিন সরকার। আমি তার এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

এই কর্মসূচির মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন করে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতারা।