আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।

সরকারের প্রতি কমিশন গঠনে গড়িমসি করার অভিযোগ এনে মাহিন বলেন, সরকার জনগণের ন্যায্য দাবির বিপরীতে অবস্থান নিয়েছে। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। তিনি জানান, আজ সকাল ১১টায় ভুক্তভোগী পরিবারগুলোর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম এ ঘোষণার প্রতি সংহতি প্রকাশ করেছেন।

হাসনাত আব্দুল্লাহ মাহিনের পোস্ট শেয়ার করে লেখেন, ‘আমি মাহিনের পাশে আছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।’

অন্যদিকে, সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিলের প্রতিবাদে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন মাহিন সরকার। আমি তার এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

এই কর্মসূচির মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন করে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতারা।

Scroll to Top