শেখ হাসিনাকে দেশে ফেরানোর নিয়ে সর্বোশেষ যে আপডেট দিলো ভারত

গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা গত ২৭ দিন ধরে দিল্লির হিন্দন বিমানবন্দরে অজানা জায়গায় রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার ডোভালের সঙ্গে দেখা করেছেন তিনি। তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে মোদি সরকারকে অবহিত করেননি।

গত কয়েকদিন ধরে বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, আদালতের নির্দেশ এলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হবে। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কি না তা সম্পূর্ণ ভারতের সিদ্ধান্ত। অবশ্য, সেদেশেও আইন আছে। আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়।’

উল্লেখ্য, ২০১৩ সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল।

এদিকে হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেছেন, এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে তার নিরাপত্তার জন্য এনএসজি কমান্ডো এবং এয়ার ফোর্স গার্ড কমান্ডো মোতায়েন রয়েছে।

প্রশ্ন উঠেছে, ৭৭ বছর বয়সি মুজিব কন্যা কি তাহলে পাকাপাকি ভাবে এখন ভারতে থাকবেন? রিপোর্ট অনুযায়ী, আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিক ভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা। অন্য কোনও দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কি না, তাও স্পষ্ট নয়।


নায়িকাদের পোশাক বদলানোর ভিডিও ধারণ হতো গোপন ক্যামেরায়

দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। কেরালায় একটি সিনেমার শুটিং করতে গিয়ে তার এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল।

সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে ঘটনাটি শেয়ার করেছেন রাধিকা। যেখানে তিনি বলেন, মেকআপ ভ্যানের ভেতরে গোপন ক্যামেরা রাখা হয়েছে। অভিনেত্রীরা যখন পোশাক বদল করেন, তা ওই ক্যামেরায় রেকর্ড করা হয়।

রাধিকা বলেন, কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। সে আমাকে জানালেন, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।

গণমাধ্যমকে রাধিকা আরও বলেন, আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবলাম, এসব থেকে আমাকে দূরে থাকতেই হবে। যে কারণে আমি তাদের বলি আমার মেকআপ ভ্যান লাগবে না।

প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্ট ঘিরে তোলপাড় মালয়ালম ফিল্ম দুনিয়া। অভিনেত্রীদের একের পর এক অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান, মালয়ালাম পরিচালক রঞ্জিত অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছেন।

অভিনেত্রী জানান, সিনেমায় কাজের ব্যাপারে কথা বলতে তিনি রঞ্জিতের বাড়িতে যান। সেখানে ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডাকেন রঞ্জিত। ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শ্রীলেখা যেতেই তার হাতের চুড়ি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন। কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এরপর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক। অভিনেত্রী আর মেনে নেননি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।

সম্প্রতি সেই রঞ্জিতের বিরুদ্ধে শ্রীলেখা সরব হতেই, একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে।