খোঁজ পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ফেরদৌসের

সংসদ সদস্য হওয়ার সুখ বেশিদিন স্থায়ী হয়নি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১০ আসনে জয়ী হন তিনি।

তবে পাঁচ মাস পর সংসদ সদস্য পদ হারাতে হয় তাকে। শিক্ষার্থীদের একক দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সঙ্গে সরকারের অনেক মন্ত্রী-এমপিও দেশ ছেড়েছেন। এর একদিন পরেই সংসদ ভেঙে দেওয়া হয়।

এরপর চিত্রনায়ক ফেরদৌসের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। এই তারকা কি দেশ ছেড়েছেন, নাকি দেশের কোথাও গা ঢাকা দিয়েছেন?

সূত্র জানায়, ফেরদৌস ৩ আগস্ট পর্যন্ত ঢাকায় ছিলেন। এর দুই দিন আগে তিনি বিটিভিতে উপস্থিত হয়ে বিটিবি ভবনে হামলার প্রতিবাদ করেন। কিন্তু হাসিনার পতনের পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। সুতরাং ধারণা করা হচ্ছে, ফেরদৌস দেশের মধ্যে কোথাও গা ঢাকা দিয়ে আছেন।

Scroll to Top