দীর্ঘ দিন ধরে সমগ্র দেশ জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সম্প্রতি চালু হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এবং দীর্ঘ দিন বন্ধ থাকায় শিক্ষা খাতে যে সংকট দেখা দিয়েছে এই সংকট নিরসনে আপ্রান ভাবে কাজ করছে বাংলাদেশ সরকার। এবং দ্রুত সময়ে এবছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষামন্ত্রনালায়। আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেবেন ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দেবেন ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।
ভাইরাস ভীতির প্রকোপে দেশের শিক্ষা খাত ব্যপক ক্ষতির কবলে পড়েছে। অবশ্যে এই সংকট শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্ব জুড়ে বিরাজ করছে। তবে বিশ্বের প্রত্যেকটি দেশের সরকার প্রধান চলমান এই সংকট মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। এরই লক্ষ্যে কাজ করছে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা।