Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / ঐশ্বরিয়াকে কুর্নিশ জানাই, কারণ তিনিই একমাত্র নারী যিনি মুখ খুলেছেন : সোমি

ঐশ্বরিয়াকে কুর্নিশ জানাই, কারণ তিনিই একমাত্র নারী যিনি মুখ খুলেছেন : সোমি

বলিউডের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ১৯৯৪ সালে ‘বিশ্ব সুন্দরী’ খেতাব অর্জনের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা করেন তিনি। এরপর ‘ইরুভার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। আর এবার গুণী এই অভিনেত্রীর প্রশংসা করলেন বলিউড আরেক অভিনেত্রী সোমি আলি।

জানা যায়, সালমানের এই প্রাক্তন প্রেমিকা অভিনেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করার জন্য ঐশ্বরিয়ার সাহসের প্রশংসা করেছেন। এতে বলিউড ইন্ডাস্ট্রির স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল রশীদ খান, সংক্ষেপে ‘কেআরকে’ প্রশ্ন তুলেছেন, তাহলে কি সোমির গায়েও হাত তুলতেন সালমান?

কেআরকে-এর সঙ্গে সালমানের সাপে নেউলে সম্পর্কের কথা সবার জানা। কেআরকে-এর বিরুদ্ধে মানহানি মামলায় করেছেন সালমান। আদালতে কেআরকে প্রতিজ্ঞা করেছিলেন সালমান প্রসঙ্গে আর কোনো অপমানজনক, অবমাননাকর মন্তব্য করবেন না তিনি। কিন্তু সেই কথা রাখতে পারলেন না কেআরকে।

গতকাল এক সাক্ষাৎকারে সোমি আলি বলেছেন, ‘ঐশ্বরিয়াকে কুর্নিশ জানাই, কারণ তিনিই একমাত্র নারী যিনি মুখ খুলেছেন এবং নির্যাতনের মামলা করেছেন। আমি তাকে এবং তার এই পদক্ষেপকে সম্মান জানাই।’

সোমির এই মন্তব্যটিকে ব্যঙ্গ করে কেআরকে টুইটারে লিখেছেন, ‘সোমি আলি তার সাক্ষাৎকারে বলেছেন-ঐশ্বরিয়া সাহসী মেয়ে যিনি খারাপ একজন ব্যক্তিকে উচিত শিক্ষা দিয়েছেন, যিনি তার সব প্রেমিকার গায়ে হাত তুলেছেন। তিনি আমাকেও মেরেছেন, কিন্তু আমি মামলা করতে পারিনি। সোমি আপনার অনেক দেরী হয়ে গেছে।’

অর্থাৎ কেআরকে বলতে চাইছেন, সালমান হয়তো সোমির গায়েও হাত তুলেছেন। কিন্তু সোমি মামলা করার সাহস পাননি

এদিকে এ ঘটনায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে বি-টাউন পাড়ায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচনায় রয়েছেন ‘বলিউড ভাইজান’ সালমান খান। এখন দেখার বিষয় নিজের বিরুদ্ধে এত বড় অভিযোগ তোলায় কি প্রতিক্রিয়া জানান সালমান।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *