Thursday , December 12 2024
Breaking News
Home / economy / বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে কাজ করার আাগ্রহ জানিয়ে বিশেষ প্রস্তাব দিল ইতালি

বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে কাজ করার আাগ্রহ জানিয়ে বিশেষ প্রস্তাব দিল ইতালি

প্রতিবছরেই বাংলাদেশ থেকে বেশ কিছু পন্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়ে থাকে। বিভিন্ন রফতানি পন্যের মধ্যে রয়েছে চামড়া শিল্প। সম্প্রতি এই শিল্পকে আরও প্রসারিত করার ক্ষেত্রে এই খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ইতালি। এর পাশাপাশি কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনেও বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ইতালি। পাশাপাশি যৌথ উদ্যোগে সবুজ প্রযুক্তি হস্তান্তর ও এ খাতে বিনিয়োগ বাড়ানো ও ভবিষ্যতে যৌথ সম্পর্কোন্নয়নে কাজ করারও আগ্রহ দেখিয়েছে ইতালি। রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের নতুন ভবনে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে বিসিক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের চামড়া শিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করার জন্য সবুজ প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। এ কাজে বাংলাদেশ ও ইতালি যৌথভাবে কাজ করবে। বিসিক চেয়ারম্যান জানান, যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হলে তাতে নিরবচ্ছিন্ন বর্জ্য সরবরাহের নিশ্চয়তাও চেয়েছে ইতালি।তিনি আরও বলেন, ২০৪১ সালে শিল্পোন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। যা বাস্তবায়িত হলে সারাদেশে ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপন করা হবে। এসব পার্কে ইতালির সবুজ প্রযুক্তি হস্তান্তরসহ বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ক্রমশই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে বাংলাদেশের উন্নয়নের চলমান আগ্রগতি দেশে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেহসের সঙ্গে যৌথ ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এমনকি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের বেশ কিছু খাতে মোটা অর্থে বিনোরোগ করেছে।

About

Check Also

আজ সর্বোচ্চ যত টাকায় বিক্রি হচ্ছে মার্কিন ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রা

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে মুদ্রা বিনিময়ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *