Saturday , December 2 2023
Breaking News
Home / National / শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে নেয়া হলো খালেদা জিয়াকে

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে নেয়া হলো খালেদা জিয়াকে

টানা ২৬ দিন চিকিৎসাধীনের পর গত রোববার রাজধাণীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে না ফিরতে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। জানা গেছে, শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে তাকে।

শনিবার (১৩ নভেম্বর) মধ্য রাতে তাকে সিসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি।

এব্যাপারে গণমাধ্যমকে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এ বিষয়ে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে এম জাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে রাতেই তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস-সহ বেশকিছু জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী গুণী এই নেত্রী। এর মধ্যে গত ১২ অক্টোবর রাজধাণীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। এর কিছুদিন পরই সুস্থ হয়ে উঠলে নিজের বাসা ‘ফিরোজা’য় পৌঁছান তিনি।

About

Check Also

আমরা যে পর্যবেক্ষণ করেছি, তাতে এবারও অংশগ্রহণমূলক নির্বাচন পাচ্ছি না : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তফসিল ঘোষণার আগে ও পরের পরিমাপের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *