Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / এবার আরিয়ানের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত নিলেন শাহরুখ, জানাগেল বিস্তারিত

এবার আরিয়ানের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত নিলেন শাহরুখ, জানাগেল বিস্তারিত

বর্তমান সময়ে বলিউডের শীর্ষ আলোচনা-সমালোচনার সম্মুখীন হয়েছেন বলিউডের বাদশাহ পুত্র আরিয়ান খানা। তিনি মূলত মা/দ/ক কান্ডে গ্রে/ফ/তা/র হয়ে এমন পরিস্তিতির সম্মুখীন হয়েছেন। এবং এই মা/দ/ক কান্ডে গ্রে/ফ/তার হয়ে দীর্ঘ ২৮ দিন কা/রা/গারে বন্ধী জীবন-যাপন করেছেন। অবশ্যে বর্তমান সময়ে তিনি আদালতের বেশ কিছু শর্তে জামিনে রয়েছে। তবে এবার তার নিরাপত্তা নিশ্চিতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান।

মা/দ/ক মামলায় দীর্ঘ ২৮ দিন কারা/গা/রে বন্দি ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। তবে বর্তমানে জামিনে কারামুক্ত থাকলেও কঠিন সময় কাটাতে হচ্ছে আরিয়ান খান ও শাহরুখের পরিবারকে। কা/রা/গারে ব/ন্দি থাকার দুঃসহ দিনগুলো মনের ওপর প্রভাব ফেলেছে আরিয়ানের। মনের আ/ঘা/ত যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না শাহরুখ পুত্র। আর তাইতো আরিয়ান খানের নজরদারি ও নিরাপত্তায় কোনরকম কমতি রাখতে চান না শাহরুখ খান। গেল অক্টোবরের শুরুতে মা/দ/ক মামলায় আরিয়ান গ্রে/প্তা/র হওয়ার পর থেকেই সমস্ত শুট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। এমনকি আরিয়ান জামিনে ছাড়া পাওয়ার পরেও কাজ শুরু করেননি তিনি। জানা যায়, ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পরেই কাজে ফিরবেন শাহরুখ। মূলত দীপিকার সাথে ‘পাঠান’ এর শুটে স্পেনে পাড়ি জমাবেন ‘ম্যায় হু না’ ছবির এই নায়ক। তবে তিনি যে সময় মুম্বাইয়ে থাকবেন না, সেই সময় যেন আরিয়ানের নিরাপত্তায় কোন ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতেই এবার বিশেষ ব্যবস্থা নিলেন।

ই-টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, কাজ শুরু করার আগেই আরিয়ানের নিরাপত্তা নিয়ে বেশ বড়সড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ। আরিয়ানের জন্য একজন বিশ্বাসযোগ্য বডিগার্ডের ব্যবস্থা করলেন অভিনেতা, যাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তিনি। আর তিনি হলেন শাহরুখের বডিগার্ড রবি সিং। যিনি বহু বছর ধরে শাহরুখের সঙ্গে আছেন, আর বর্তমানে সে খান পরিবারের একজন সদস্য। সচরাচর আরিয়ান সবার সাথে সহজে মিশতে পারেন না, তবে শাহরুখের বডিগার্ড রবির সাথে আরিয়ানের সম্পর্ক খুব ভালো। সেকারণে আরিয়ানের দেখভালের দায়িত্ব শাহরুখ রবিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেকারণে শাহরুখের এবারের ট্রিপে নিজের বডিগার্ডকে সঙ্গে নেবেন না তিনি। আপাতত প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার জন্য আরিয়ানকে ডাকা হচ্ছে এনসিবির দপ্তরে। পাশাপাশি ক্রুজে মা/দ/ক মামলায় নতুন তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তারা জেরার জন্য আরিয়ানকে যখন তখন সমন পাঠাতে পারেন।

পুত্র আরিয়ান কান্ডে অনেকেই শাহরুখের সমালোচনায় মেতে উঠেছে। এমনকি শাহরুখ খান নানা ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে বলিউডের অনেকেই শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছে এবং তাকে নানা ভাবে স্বান্তনা দিয়েছে। এই তালিকায় শাহরুখের অনেক ভক্ত-অনুরাগীরাও রয়েছে।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *